রায় শুনে বিচারককে জুতা নিক্ষেপ আসামির

চট্টগ্রামে অস্ত্র মামলায় রায় শুনে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি। গতকাল রবিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে মো. রাজু নামে এক আসামি এই কাণ্ড ঘটান।

তবে বিষয়টি জানাজানি হয় আজ সোমবার (১৮ আগস্ট)। এর আগে আদালত রাজুকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন ৷

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, নগরের পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আসামি মোহাম্মদ রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু রায় ঘোষণা শেষ হওয়ামাত্রই আসামি রাজু উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এ সময় এজলাসে হট্টগোল তৈরি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে রাজুকে নিবৃত্ত করে মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে যায়।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১১ ডিসেম্বর নগরের পাহাড়তলী থানার এ কে খান গেইট এলাকা থেকে একটি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হওয়া মামলা তদন্ত শেষে রাজুর বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

Check Also

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ বিতরণ

প্রতিদিন বিভিন্ন মামলায় আদালত আসেন আসামিরা। আদালতে আসা এসব আসামিদের নামাজ পড়তে জায়নামাজ দিয়েছেন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *