মধ্যরাতে শায়েখ আহমাদুল্লাহর হৃদয়বিদায়ক ফেসবুক স্ট্যাটাস

দেশের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামি আলোচক, সমাজকর্মী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বিকৃতিকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার পশ্চিমা চক্রান্তের বিরোধিতা করায় মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এক বিকৃত যৌনাচারের সমর্থক ছাত্রসহ চিহ্নিত কিছু লোক কর্তৃক দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

আরও লিখেন, এর চেয়েও দুঃখজনক হলো, এই হুমকিদাতাকে নিন্দা জানানোর পরিবর্তে কিছু ব্যক্তি ও সংগঠন উল্টো তার পক্ষ সমর্থন করছে। এটি শিক্ষাঙ্গন ও সমাজ উভয়ের জন্যই একটি অশুভ দৃষ্টান্ত।

পোস্টে তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদ্বয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *