প্রতি সপ্তাহে দিল্লি যান কামাল, বৈঠকে বসেন ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার মতো অনেক এমপি ভারতে পালিয়ে যান। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট হেলিকপ্টারে করে ভারতে যাওয়ার পর অনেকটা নিখোঁজ হয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এরপর গত ২ অক্টোবর তাকে কলকাতার বিখ্যাত নিকো পার্কে দেখা যায়। ওই সময় নিশ্চিত হওয়া যায় তিনি ভারতে পালিয়েছেন। বর্তমানে এ দেশটিতে অবস্থান করছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সাবেক এক এমপি নিয়মিত আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেন। তিনি জানিয়েছেন, কামাল কলকাতায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। যেখানে কামাল তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলেন। শুধু তাই নয়, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি সপ্তাহে দিল্লি যান এবং সেখানে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) পলাতক আওয়ামী এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের অবস্থান এবং সেখানে তারা কীভাবে জীবন-যাপন করছেন সেটি তুলে ধরে আনার চেষ্টা করেছে।

এতে কামাল সম্পর্কে পলাতক এক এমপি বলেছেন, “কলকাতার অ্যাপার্টমেন্টে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। সেখানে নিয়মিত আওয়ামী নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। তিনি দলীয় বৈঠকের জন্য প্রতি সপ্তাহে দিল্লি যান এবং ভারতের উচ্চপদস্থ (সামরিক-বেসামরিক) নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।”

নাম গোপন রাখা পলাতক ওই এমপি জানিয়েছেন, আওয়ামী নেতাকর্মীদের উদ্বুদ্ধ রাখার কাজ দেওয়া হয়েছে আসাদুজ্জামানকে। তিনি প্রায়ই নেতাদের উদ্দেশ্যে বলেন, “আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি। আমরা এখানে বেঁচে থাকতে এবং কালকের জন্য লড়াই করতে এসেছি।”

সূত্র: দ্য প্রিন্ট

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *