গাজার মজলুম সেজে মসজিদ থেকে টাকা তুলছিল একদল সিরীয়, অতঃপর…

গাজায় ইসরায়েলি নিপীরণের শিকার মজলুম সেজে মসজিদ থেকে টাকা তুলে আসছিল একদল সিরীয়। কিন্তু, সেই অর্থের একটি পয়সাও ফিলিস্তিনে না পাঠিয়ে তা দিয়ে আরাম-আয়েশে জীবন যাপন করছিল তারা। সম্প্রতি এমনই একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে ভারতের পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাকে আটক করেছে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ।

পুলিশ জানিয়েছে, আটক মূল অভিযুক্তের নাম আলি মেগহাত আল-আজহার। তিনি সিরিয়ার নাগরিক এবং পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের বিবৃতিতে বলা হয়, গাজার ভিকটিম সেজে মসজিদে ঘুরে ঘুরে টাকা তোলা সিরীয় গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে।

তদন্তে জানা গেছে, আলি মেগহাত আল-আজহার তার আরও তিন সহযোগীকে সঙ্গে নিয়ে গুজরাটের বিভিন্ন মসজিদে গিয়ে দাবি করতেন, তারা গাজার ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন। কিন্তু আসলে সংগৃহীত অর্থ ব্যবহার করা হচ্ছিল তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য।

পুলিশ জানায়, এ কাজ ভিসার নীতিমালা ভঙ্গের শামিল এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) প্রক্রিয়া চলছে। এছাড়া, গ্যাংয়ের বাকি তিন সদস্যের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *