নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার শহরের সেতুর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শৈলকুপা পাইলট স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শৈলকুপা সেতুর ওপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাব্বি হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিরা স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Check Also

জামায়াত-এনসিপি জোট নিয়ে সুখবর দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *