কতটুকু দেউলিয়া হলে একটা দল ‘দায় দিয়ে দাও’ রাজনীতির প্রচলন করে!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী ‘শিবির নেতা’ বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

‘শিবিরকে দায় দিয়ে দাও’ শিরোনামে ওই পোস্টে জাহিদুল লেখেন, আলী হুসেন নামের বিকৃত মস্তিষ্কের এক ব্যক্তি কর্তৃক অশ্লীল মন্তব্যের স্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী। আমরা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। অথচ এই মন্তব্যকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ কিংবা বিচার না চেয়ে ছাত্রশিবিরে ওপর দায় চাপিয়ে দিলেন ছাত্রদল। যা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

তিনি আরও লেখেন, ছাত্রদল সভাপতি কিছুদিন আগে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলেছিলেন ‘শিবিরকে দায় দিয়ে দাও’। কতটুকু দেউলিয়া হলে একটি দল ‘দায় দিয়ে দাও’ রাজনীতির প্রচলন করতে পারে!