আমার হৃদয়ের অর্ধেক তুরস্কে, বাকি নিপীড়িত মুসলিম বিশ্বে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, যদি আমাদের হৃদয়ের অর্ধেক এখানে থাকে (তুরস্ক), তবে অন্য অর্ধেক গাজ্জা, ফিলিস্তিন, ইয়েমেন, সুদান এবং আফগানিস্তানে অর্থাৎ ইসলামী বিশ্বের রক্তাক্ত ক্ষতস্থলে।

বুধবার (৩ আগস্ট) ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সাপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, “যদি আমাদের হৃদয়ের অর্ধেক এখানে থাকে, তবে অন্য অর্ধেক গাজ্জা, ফিলিস্তিন, ইয়েমেন, সুদান এবং আফগানিস্তানে, ইসলামী বিশ্বের রক্তাক্ত ক্ষতস্থলে। আমরা আমাদের প্রার্থনায় নিপীড়িত এবং অন্যায়ভোগীদের কখনও ভুলব না। আমরা তাদের জন্যও আমাদের হাত আকাশের দিকে তুলবো। আমরা তাদের জন্যও নামাজের চাটাইয়ে আমাদের অশ্রু ঢালব।

তিনি বলেন, আমরা সব মুসলিমকে এক দেহের অংশের মতো দেখি, যেমন চিরুনির দাঁত বা একটি ভবনের ইটএই কারণেই বিশ্বের যেকোনো মুসলিমের পাশে আমাদের হৃদয়, মন ও আত্মা থাকে। তাই আমরা এখন ফিলিস্তিনে এবং গাজ্জায় আছি এবং সেখানে যা ঘটছে, সেই শোষক নেতানিয়াহু নামে অবিশ্বাসীর উত্থানের দিকে আমরা কখনও নীরবভাবে তাকিয়ে থাকব না।

তিনি আরও বলেন, আমরা হতাশ নই, হতাশ হবেন না। আমরা নিরাশাবাদী নই, কখনও হবে না। আমাদের দেশে যে অন্যায়, শোষণ এবং নিষ্ঠুরতা চলছে, তার পরেও আমরা কখনও আশা হারাব না।

সূত্র: ইয়ানি সাফাক