পার্লারের ওয়াশরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুটে যা লেখা

নগরীর পাঁচলাইশে একটি বিউটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পার্লারের ম্যানেজার ছিলেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচলাইশের জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলার নাদিয়া’স মেকওভার নামে একটি পার্লারে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ডায়েরি জব্দ করে পুলিশ। সেখানে কয়েক লাইনের ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে।

সেখানে লেখা রয়েছে, ‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’

শেষে তিনি লিখেছেন, ‘ডিপ্রেশন (হতাশা) খুবই খারাপ একটি জিনিস।’

প্রিয়াঙ্কা বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। এই দম্পতি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় থাকতেন।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ডায়েরিতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

Check Also

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ বিতরণ

প্রতিদিন বিভিন্ন মামলায় আদালত আসেন আসামিরা। আদালতে আসা এসব আসামিদের নামাজ পড়তে জায়নামাজ দিয়েছেন ঢাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *