ডাকসু নির্বাচনে ভোট চাওয়া সেই রূপসা থানা ছাত্রদল নেতাকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন নেটিজনরা। এ ঘটনার পর ইমতিয়াজ আলী সুজন দল থেকে বহিষ্কার করে ছাত্রদল।

শনিবার রাতে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ছাত্রদল।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, কোনরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা শাখার অধীনস্থ পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে ওই ছাত্রদল নেতা নিজেকে খুলনার রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সেক্রেটারি পরিচয় দিয়ে বলেন, ‘হ্যালো আসসালামু আলাইকমু, চৈতি আপু বলছেন? আমি রূপসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন। আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মুর সঙ্গে কথা হয়েছে।

আমরা মূলত আপনার বাসায় গেছি, কারণ আপনি অবগত আছেন, ঢাকা ভার্সিটিতে নির্বাচন চলতেছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ-হামিম-মায়েদ পরিষদ, আমরা এ পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনার পরিবারকে শুভেচ্ছা জানিয়েছি। জিএস পদে যিনি নির্বাচন করতেছেন তিনি খুলনার রূপসার ছেলে ও আজিজুল বারী হেলালের ভাইপো (ভাতিজা)। ইতোমধ্যেই আপনি হয়তো বিষয়টি জানেন।’

জানা গেছে, ইমতিয়াজ আলী সুজন, রূপসা সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তিনি নিজ ফেসবুক আইডিতেও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ও তার ফেসবুক স্ট্যাটাস নিজ টাইমলাইনে শেয়ার করছেন।

Check Also

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *