‘ইমি-মেঘ মল্লার বসু গণহত্যার সমর্থক ছিল: মহিউদ্দিন রনি

শেখ তাসনিম আফরোজ ইমি ও মেঘ মল্লার বসু গণহত্যার সমর্থক ছিল বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের প্রগতিশীল বামরা কখনোই ক্রসফায়ারের বিপক্ষে ছিল না। ওসি প্রদীপ ১৪৫ জনকে ক্রসফায়ার দিয়েছিল। তার ব্যাপারে ইমিদের কোনো আলাপ ছিল- আছে? হাসিনা তো ছিল গুম-খুনের শিরোমণি। সেই গুম-খুনের মাদার অব হিউমিনিটি হাসিনাকে ইমিরা আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চাইছিলেন। এই হলো ইমিদের স্ট্যান্স।

তিনি আরও লেখেন, পতিত স্বৈরাচারের মূল টার্গেট ছিল ইসলামপন্থিদের জঙ্গি, মৌলবাদ ট্যাগে হত্যা করা। বামপন্থিরা গত ষোল বছরে এর শিকার ছিল না, ভোগেনাই। তারাতো ইসলামপন্থিদের খুনে খুশিই হইতেন। শাপলা গণহত্যাকে বৈধতা দিয়ে উল্লাস প্রকাশ করার দগদগে উদাহরণ আছে এই মেঘমল্লারদের।

মৌলবাদী মরছে বলে ক্রসফায়ার-গুম-খুন এক প্রকারের হালাল ছিল। হাসিনা সরকারও করে দেখাইছেন। ফলে দীর্ঘদিনের ক্রস ফায়ার ফেটিশ থেকে ফিক করে কিছুটা বেড়িয়ে পড়ল গতকাল ইমির মুখ থেকে। সামনেও দেখতে পাব, এদের চরিত্রই এই। ধৈর্য ধরেন।

সবশেষ তিনি লেখেন, গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রোমোটকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই গ্রহণ করবে না।

Check Also

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *