ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে সাদিক কায়েমের সর্বশেষ বার্তা

আজ রাত ১১টা পর্যন্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনী প্রচারণার শেষ সময়। ঠিক শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ডাকসু নির্বাচনের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সাথেই থেকে-চলে বেড়ে উঠেছি। জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এই সময়গুলোতে আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে যাওয়ার, আপনাদের কথা শোনার এবং আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করেছি।

আমাদের ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে সশরীরে পৌঁছানোর। কিন্তু অধিকাংশ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ হয়নি। আমাদের এই পথচলায় আমাদের দুর্বলতা, ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা আন্তরিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যাশা করছি। একই সঙ্গে আপনাদের থেকে পাওয়া পরামর্শ, দিকনির্দেশনা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, দীর্ঘ জুলুম শোষণ পেরিয়ে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি। আমাদের এই পথচলা এখানেই শেষ নয়। এই ক্যাম্পাস আমাদের কাছে আমানত। কথা দিচ্ছি, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামব না।

আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনায়,

মো. আবু সাদিক (কায়েম)

ভিপি পদপ্রার্থী, ডাকসু

ব্যালট নং: ২২’

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *