শিবির সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার অ্যাটাক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে ফরহাদ লেখেন, ‘আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার এটাক করা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি অলরেডি সাসপেন্ডেড। বেশ কিছু আইডি একটু পরপরই লগআউট হয়ে যাচ্ছে।
আল্লাহ সহায়।’

এর আগে, ফেসবুক অ্যাকাউন্ট কিছু সময় ডিজেবল থাকার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

স্ট্যাটাসে আবিদ লেখেন, ‘কিছুসময়ের জন্য আমার ফেসবুক একাউন্টটি ডিজেবল করে দেয়া হয়েছিল। চারিদিকে ষড়যন্ত্রের জাল বিরাজমান। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রিয় বাংলাদেশ সজাগ থাকুন।’

একই অভিযোগে হামিম লেখেন, ‘বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিসেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!’

Check Also

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *