নুরা পাগলার ছেলে নুরতাজ নিজেকে মশীহ ঘোষণা করে খ্রিষ্টান বানানোর যে ভয়ানক ফাঁদ পাতে!

সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে তখনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এলো তার বড় ছেলে নুরতাজ নোভার বিরুদ্ধে। এলাকার মানুষের মুখে মুখে জনশ্রুতি রয়েছে নুরতাজের তরুণী, কিশোরী মেয়েদেসহ এলাকার মানুষদের বিভিন্ন প্রলোভনে খ্রিষ্টান বানানোর।

শুধু জনশ্রুতি বললে ভুল হবে, খ্রিষ্টান বানানো তরুণী ও লোকজনদের সাথে তার বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যেগুলোতে দেখা যায়, সাদা কাপড় পরিহিত অবস্থায় নুরতাজের সাথে বেশ কয়েকজন তরুণী, কিশোরীও। দলবদ্ধভাবে তারা বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়ায় মানুষের বাড়িতে গিয়ে গান বাজনাও করে।

এসব ভিডিও প্রসঙ্গে জানা যায়, স্থানীয় কিছু নির্ভরযোগ্য সুত্রের তথ্যমতে, নুরা পাগলার বড় ছেলে নুরতাজ নোভা ঢাকায় বসে খ্রিষ্টান তথা ‘ঈসা (আ.)-এর ধর্ম’ প্রচারের নামে কাজ চালাচ্ছেন। বাবার নামে গড়া তথাকথিত দরবার শরিফকে ব্যবহার করে তিনি সাধারণ মানুষকে ভক্তে রূপান্তর করছেন, পরে তাদের খ্রিস্ট ধর্মে টেনে নিচ্ছেন।

তার ছত্রছায়ায় দুর্গাপুর গ্রামের আম্বিয়া বেগম, শরিফুল ইসলাম বাবু ওরফে ঐন্দ্রিস নোভাসহ ২৪ জন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানা যায়। স্থানীয় সূত্র আরও বলছে, এই চক্র সুন্দরী তরুণীদের টার্গেট করে, কারণ সমাজে তাদের প্রভাব ও আকর্ষণ বেশি। একবার তারা ধর্মান্তরিত হলে, আরও অনেক যুবক-যুবতীকে টেনে আনা সহজ হয়। তাই প্রথম ধাপেই নারীদের ফাঁদে ফেলা তাদের প্রধান কৌশল।

নূরাল পাগলা চলে গেছেন, কিন্তু তার উত্তরসূরীরা থেমে নেই এমনটিই জানাচ্ছেন স্থানীয়রা। তার ছেলে নূরতাজ নোভা এখনো সক্রিয়। আর তার চারপাশে ঘুরছে একদল নারী-পুরুষ, সবাই সাদা কাপড়ে ঢাকা। তাদের দলবদ্ধ চলাফেরা দেখলে মনে হয় যেন ভূতের বাহিনী। তারা গ্রামে গ্রামে যায়, গান গায়, শান্তির কথা বলে। কিন্তু আসল টার্গেট নারী, বিশেষ করে তরুণী আর সুন্দরী মেয়েরা।

স্থানীয়দের সুত্রে আরও জানা যায়, তাদের কৌশল খুব সহজ তারা প্রথমে বলে “আমরা আল্লাহর বান্দা।” পরে বলে “আমরা ঈসা নবীর উম্মত।” তারপর রবিবার প্রার্থনায় নিয়ে যায়। শেষমেষ বলে “খ্রিস্ট ধর্মেই মুক্তি।” এছাড়া হত দরিদ্র পরিবারের মেয়েদের টার্গেট করে তাদের অর্থের প্রলোভন দেখায়, চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এরপরই নানা কৌশলে মুসলিম থেকে খ্রিষ্টান ধর্মে রূপান্তর করে।

বাংলাদেশে যে সব খ্রিষ্টন ধর্মাবলম্বীরা বাস করেন তারা অনেক শান্তি প্রিয়। কিন্তু, নুরা পাগলার ছেলে নুরতাজ নোভার এমন খ্রিষ্টান বানানো ফাঁদে কার হাত রয়েছে তা এখনো দ্রুততম সময়ে তাকে গ্রেফতার আইনের আওতায় নিয়ে খুঁজে বের করা প্রয়োজন বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *