সাদিক ভাই ছাড়া কারো জন্য ইন্ডিভিজুয়ালি দোয়া করিনি যে জিতে যাক, ইভেন নিজের জন্য ও না

ফাতিমা তাসনীম জুমা আজকের ঢাবি ছাত্র সংসদ নির্বাচনে ৯ নাম্বার ব্যালটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন প্রার্থী

আজ সকালে নিজের ফেসবুক আইডিতে লিখেন:- আমি বিশ্বাসী। আমি ভীষণভাবে তাক্বদীর ও রিজিকে বিশ্বাস করা মানুষ।

আমার তো ঢাবিতেই পড়ার কথা ছিলো না। কোনো প্রিপারেশন ছাড়া একরাত জিকে পড়ে চান্স পেয়ে যাই তাক্বদীরের জোরে। এই যে জুলাইয়ের পর আমার টিকে থাকা, সেটার ও তো কথা ছিলোনা। কীভাবে যেনো ইনকিলাব আমার পরিবার হয়ে উঠে। এই সংগ্রাম, এই লড়াই, এই রাজপথ আমার সংসার, আমার পরিবার।

আবার ধরুন, আমার বেঁচে থাকারই কথা ছিলো না। দুইবার আমি চোখের সামনে মৃত্যু থেকে ফিরে এসেছি। আমি স্ট্রংলি বিশ্বাস করি আল্লাহ আমাকে দিয়ে এই লড়াইটা করাতে চেয়েছেন, তাই তিনি এই জায়গায় আমাকে কবুল করেছেন। শাহবাগের বিরুদ্ধে যাওয়ার পর কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, তবুও জোর গলায় শাহবাগে দাঁড়িয়ে শাহবাগের বিচার আল্লাহ আমাকে দিয়ে চাইয়েছেন।

তাহাজ্জুদে বসে সবাই আল্লাহর কাছে যা খুশি চায় নিজের জন্য। আমি শত মন চাইলেও কখনো আল্লাহকে বলতে পারিনি আমাকে এটা দাও ওটা দাও। আমি আজীবন চেয়েছি যে জায়গায় তোমার রহমত নেই সেই জায়গা থেকে মন উঠাইয়া দাও, যেখানে তোমার রহমত সেটা আমার করে দাও। আজকেও ব্যতিক্রম হয়নি।

সাদিক ভাই ছাড়া কারো জন্য ইন্ডিভিজুয়ালি দোয়া করিনি যে জিতে যাক, ইভেন নিজের জন্য ও না। শুধু চেয়েছি যাদের জাতীয় নেতা হওয়ার লোভ নেই, এই পরিচয় ব্যবহার করে বাটপারি করার লোভ নেই, যাদের উদ্দেশ্য শুধুই সংগ্রাম তাদের জিতিয়ে দাও। সাদিক ভাইয়ের জন্য নাম ধরে বলতে পেরেছি কারণ এই জায়গাগুলো তিনি আগেই প্রমাণ করে ফেলেছেন।

তাক্বদীরে যা আছে তাই হবে, রিজিকে যা লিখেছেই তাই পাবো, তবে সেটা যেনো কল্যাণকর হয়। জিতি বা হারি, এরপর আমরা কেউ হারিয়ে যাবো না। আমাদের সংগ্রাম জারি থাকবে। কারণ ”জিতই জীবন নয়, লড়াইটাই জীবন।”

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।

রিমাইন্ডার : ভিপিতে – ২২.