কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ডাকসুর জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী খাইরুল আহসান মারজান অভিযোগ করেছেন, তার প্যানেলের এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, ইউল্যাব কেন্দ্রে (ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ) তার প্যানেলের একজন এজেন্ট বৈধভাবে প্রবেশ করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে কেন্দ্র থেকে বের করে দেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে, কেন্দ্রে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘৮ থেকে ১০ জন এজেন্ট কেন্দ্রের ভেতরে আছেন, তাই আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।’

খাইরুল আহসান মারজানের ভাষ্যমতে, ‘যে ৮ জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ৬ জনই ছাত্রদলের প্যানেলের। আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ তাদের পরিচয়পত্র ও কার্ড ঠিকঠাক ছিল। কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একটি পাতানো নির্বাচনের নমুনা।’

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার প্রায় ৪০ হাজার, বুথ সংখ্যা ৮১০টি, এবং প্রার্থী সংখ্যা ৪৭১ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তা এবং কঠোর তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Check Also

জামায়াত-এনসিপি জোট নিয়ে সুখবর দিলেন নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *