কুয়েতে বাংলাদেশিসহ সাত জনের মৃ*ত্যুদ’ণ্ড কার্যকর

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে।

আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন।

আরব টাইমস বলছে, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসাবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোন আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পারিবারিক প্যারডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুগ আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়।

Check Also

জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *