সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনায় নৃশংসতা বেড়ে গেলেও পাকিস্তানের একটি ভাইরাল ভিডিও যেন মানবতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, এক ডেলিভারি কর্মী ছিনতাইয়ের শিকার হওয়ার পর কান্নায় ভেঙে পড়লে, ছিনতাইকারীর মন গলে যায়। অবশেষে তিনি ফিরিয়ে দেন ছিনতাই করা মোবাইল ফোন ও টাকা, এমনকি ওই যুবককে জড়িয়ে ধরেন।
ভিডিওটি সিসিটিভি ফুটেজ থেকে ভাইরাল হয়েছে, যার লোকেশন এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও, এটি পাকিস্তানের কোনো শহরের বলে অনুমান করা হচ্ছে। ফুটেজে দেখা যায়, এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই একটি বাইকে আসা দুই ছিনতাইকারী তাঁর কাছে গিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এ পর্যায়ে ছিনতাইয়ের শিকার যুবক ভীত ও আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। কান্না শুনে ছিনতাইকারীরা থমকে দাঁড়ান। এরপর যা ঘটেছে, তা যে কারও কল্পনার বাইরে। একজন ছিনতাইকারী বাইক থেকে নেমে এসে মোবাইল ও টাকা ফিরিয়ে দেন, এবং ওই যুবককে আলতো করে জড়িয়ে ধরেন, যেন তাঁকে সান্ত্বনা দিচ্ছেন।
এই ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা একে বলছেন ‘মানবিকতার এক বিরল দৃষ্টান্ত’। কেউ লিখেছেন, “অপরাধী হলেও মন আছে, অনুভূতি আছে।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “ভিডিওটি পরিকল্পিত কি না? নাকি সত্যিকারেরই আবেগের ফসল?” তবে যদি এটি বাস্তব ঘটনা হয়ে থাকে, তাহলে এটি একটি শক্তিশালী বার্তা দেয়, মানুষের ভেতরের মানবতাবোধ এখনো পুরোপুরি মরে যায়নি।
একটি ছিনতাইয়ের ঘটনা যেখানে শেষ হওয়ার কথা আতঙ্ক আর ক্ষতির মধ্য দিয়ে, সেখানে শেষটা হলো আশ্চর্যজনক মানবিকতায়। ছিনতাইকারীর এমন রূপ সামাজিক মাধ্যমে যেমন প্রশ্ন তুলেছে, তেমনি দেখিয়ে দিয়েছে, অন্ধকারেও কখনো কখনো আলো জ্বলে ওঠে।