সারজিস-হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

সাত দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল বুধবার নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। সেখানে শিক্ষার্থীরা এনসিপির দুই শীর্ষ নেতাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জানা গেছে, গতকাল সকাল ১১টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করে সেখানে যান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু বিক্ষোভের নেতৃত্ব দেন।

তিনি জানান, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা কখনো বরিশালে এলে প্রতিরোধ করা হবে।

সূত্র : বার্তাবাজার

Check Also

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যা জানা গেলো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *