ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে খুন করে ২০ টুকরো করার অভিযোগ উঠেছে ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, গত ২৮ আগস্ট প্রাইভেট পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
প্রায় ২০ দিন পর মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহাংশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষকই ছাত্রীকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক মনোজ কুমার পাল দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। স্কুলে যাওয়া–আসার পথে আটকাতেন, অন্য কারও সঙ্গে কথা বলতে দিতেন না এবং বিয়ের প্রস্তাব দিতেন।
গ্রেপ্তারের পর বুধবার (১৭ সেপ্টেম্বর) সারা রাত মনোজ কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে রামপুরহাট। ক্ষুব্ধ গ্রামবাসী স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন এবং টানাহেঁচড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে হত্যার নেপথ্যে আরও তথ্য খোঁজা হচ্ছে।