আবরার হত্যায় ছাত্রলীগের অপরাধ আড়ালের চেষ্টায় বিএনপি নেত্রী নিলুফার: ছাত্রশিবির

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করায় বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। ছাত্রশিবির বলছে, বিএনপি নেত্রী আবরার হত্যার সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে আওয়ামী লীগ–ছাত্রলীগের অপরাধকে আড়াল করার চেষ্টা করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে দাবি করেছেন, আবরার ফাহাদকে ছাত্রশিবির হত্যা করেছে। ছাত্রশিবির নেতারা এ বক্তব্যকে “নির্জলা মিথ্যাচার” আখ্যা দিয়ে বলেন, “২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগ ক্যাডারদের হাতে আবরার ফাহাদ নিহত হয়, যা আদালতের রায়ে প্রমাণিত।”

ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিরোধী মত দমনসহ নানা অপরাধে জড়িত ছিল। অথচ বিএনপি নেত্রী ছাত্রশিবিরকে জড়িয়ে আওয়ামী লীগ–ছাত্রলীগের অপরাধকে আড়াল করার চেষ্টা করেছেন।

তারা আরও বলেন, “বিগত সময়ে ছাত্রশিবিরের ১০১ জন কর্মী নিহত, ২০ হাজারেরও বেশি মামলায় নেতাকর্মী গ্রেফতার এবং অসংখ্যজন নির্যাতনের শিকার হয়েছেন। এখনও সংগঠনের সাতজন কর্মী গুম রয়েছেন।”

বিবৃতিতে নিলুফার চৌধুরী মনিকে উদ্দেশ করে ছাত্রশিবির নেতারা বলেন, “তিনি হয়তো পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন। পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্ট করতেই এমন বক্তব্য দিয়েছেন।” নেতৃবৃন্দ তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।