১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকায় ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা

১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। ছবি: সংগৃহীত

১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।

নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *