ভারতে মসজিদ প্রাঙ্গণে ইমামের স্ত্রী ও ২ কন্যা শিশুকে নৃশংসভাবে খুন

ভারতের উত্তরপ্রদেশের বাগপত জেলায় একজন ইমামের স্ত্রী এবং তাঁর দুই কমবয়সী কন্যাশিশুকে তাঁদের ঘরের ভেতরে নৃশংসভাবে খুন করা হয়েছে। গতকাল শনিবার নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ইমাম ইব্রাহিমের স্ত্রী ৩০ বছর বয়সী ইশরানা এবং তাঁদের দুই কন্যা শিশু সোফিয়া (৫) ও সুমাইয়া (২)। গাঙ্গনাউলি গ্রামের প্রধান মসজিদের প্রাঙ্গণে অবস্থিত বাসভবনের ভেতরে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বড় মসজিদের প্রধান ইমাম ইব্রাহিম কাজের জন্য দেওবন্দে থাকাকালীন এই অপরাধ সংঘটিত হয়। প্রতিদিনের পাঠের জন্য আসা শিশুরা মসজিদের ভেতরে দেহগুলি দেখতে পেয়ে চিৎকার করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সুরজ কুমার রাই, অতিরিক্ত এসপি প্রবীণ কুমার চৌহান এবং সার্কেল অফিসার বিজয় কুমার ঘটনাস্থলে পৌঁছান। ময়নাতদন্তের জন্য লাশগুলো পাঠানো হয়েছে।

পুলিশ যখন লাশগুলি সরানোর চেষ্টা করছিল, তখন বিক্ষুব্ধ গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে অবিলম্বে বিচার দাবি করে। ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমামের দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়স ১৩ এবং ১৬ বছর। এসপি সুরজ কুমার রাই বলেন, “অভিযুক্তরা মসজিদে ধর্মীয় প্রশিক্ষণ নিত এবং ইমাম ইব্রাহিমের হাতে তারা বকাঝকা ও শাস্তি পেয়েছিল বলে জানা গেছে। রাগের বশে তারা বেশ কয়েক দিন ধরে হামলার পরিকল্পনা করে এবং ইব্রাহিম বাইরে থাকাকালীন তা কার্যকর করে।”

কর্মকর্তারা আরও জানান, কিশোররা খুন করার জন্য মসজিদের প্রাঙ্গণে রাখা একটি সরঞ্জাম ব্যবহার করেছিল।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (মিরাট রেঞ্জ) কালানিধি নাইথানি ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, “আমরা পারিবারিক বিবাদ, ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতা—সবরকম সম্ভাব্য দিক খতিয়ে দেখছি। পাঁচটি দল গঠন করা হয়েছে এবং অপরাধীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”

পুলিশ জানিয়েছে, ইব্রাহিম মূলত মুজাফ্ফরনগর জেলার সুন্না গ্রামের বাসিন্দা এবং গত চার বছর ধরে গাঙ্গনাউলি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্ত্রী ইশরানা মসজিদের প্রাঙ্গণে বাচ্চাদের পড়ানোর জন্য পরিচিত ছিলেন।

এই নৃশংস হত্যাকাণ্ড গ্রামে শোকের ছায়া ফেলেছে। বাসিন্দারা পরিবারটিকে শান্তিকামী ও সম্মানিত বলে বর্ণনা করেছেন। এক গ্রামবাসী বলেন, “তাঁরা দয়ালু মানুষ ছিলেন এবং কারও সঙ্গে কখনও ঝগড়া করতেন না। কে এমন কাজ করতে পারে, তা আমরা কল্পনাও করতে পারছি না।”তদন্ত চলাকালীন কর্তৃপক্ষ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। সূত্র: অবজারভার পোস্ট

বিভাগ : আন্তর্জাতিক

Check Also

ভূমিকম্পে কাঁপল মধ্যপ্রাচ্যের তিন দেশ

মধ্যপ্রাচ্যের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হরাত আল-শাকা এলাকায় ৩ দশমিক ৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *