বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত

জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃপরিচালনাযোগ্য (ইন্টার-অপারেবল) লেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ নভেম্বর থেকে এই সেবার আওতায় গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত হারে সেবা ফি দিতে হবে। দেশে নগদ অর্থের লেনদেন কমাতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা ইন্টার-অপারেবল বা আন্তঃলেনদেন সুবিধা পাবেন। এই ব্যবস্থায় ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও ডিজিটাল ব্যাংক একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এর ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএসপি এবং উল্টোভাবে এমএফএস থেকে ব্যাংক অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করতে পারবেন।

এতে বলা হয়, ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রেরক পক্ষ থেকে নির্দিষ্ট হারে ফি আদায় করা হবে। এর মধ্যে ব্যাংক সর্বোচ্চ ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ০.২০ শতাংশ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান সর্বোচ্চ ০.৮৫ শতাংশ পর্যন্ত ফি নিতে পারবে। অর্থ প্রেরণের আগে গ্রাহককে এই ফি সম্পর্কে অবহিত করতে হবে এবং নির্ধারিত ফি প্রেরকের হিসাব থেকে কেটে নিতে হবে। তবে প্রাপকের কাছ থেকে কোনো ধরনের চার্জ আদায় করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, এখন থেকে এনপিএসবি প্ল্যাটফর্মে ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে ১ হাজার টাকা পাঠাতে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা ফি দিতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠাতে খরচ হবে ২ টাকা, আর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে। তবে, এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যাংক টু ব্যাংক তহবিল স্থানান্তরের বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে নির্দেশনা দেশের সব তপশিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Check Also

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *