শুরু করতে শক্তি লাগে লজ্জা নয়: শবনম ফারিয়া

সম্প্রতি তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নতুন জীবনের শুরুতেই বহুবার নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে সেসব সমালোচনার জবাব দিয়েছেন দারুণ আত্মবিশ্বাসী ভাষায়।

ফারিয়া লেখেন, ‘কেউই এই ভেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন না যে একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকিয়ে রাখার। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।’

নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আরও বলেন, ‘যারা একাধিকবার বিয়ে করেছেন তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে লজ্জা নয়।’

ফারিয়া অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ করেন, ‘দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’

পোস্টের শেষে তিনি জীবনের অনিশ্চয়তার কথাও মনে করিয়ে দিয়ে লিখেছেন, ‘কথায় হোন কোমল, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কাউকেই ছাড় দেয় না। আর আগামীকাল কী অপেক্ষা করছে, তা কেউ জানে না।’

ব্যক্তিগত জীবনের উত্থান-পতনকে শক্তির রূপে দেখছেন শবনম ফারিয়া। তার কথায়, ‘নতুন সম্পর্ক মানে নতুন করে বিশ্বাস, ভালোবাসা ও সাহস নিয়ে পথচলা, যা কখনোই লজ্জার নয়, বরং জীবনের প্রতি এক নতুন আস্থা।’

সোশ্যাল মিডিয়ায় ফারিয়ার এই বার্তাটি ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার সাহস ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন।

সূত্র : ইত্তেফাক

Check Also

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

বহু বছর হল ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *