মন না ভেঙে দুইজনকেই বিয়ে করলেন তরুণ

কর্নাটকের চিত্রদুর্গে এক তরুণের ব্যতিক্রমী বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একসঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করে নজির গড়েছেন ২৫ বছর বয়সী ওয়াসিম শেখ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোরাপেট এলাকার এই তরুণ দীর্ঘদিন ধরে দুই বান্ধবী—শিফা শেখ ও জন্নত মখন্দর-এর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তিনজনই একে অপরের অনুভূতি সম্পর্কে জানতেন এবং তাদের মধ্যে কখনোই দ্বন্দ্ব হয়নি।

বিয়ের সময় ওয়াসিমের সামনে ছিল কঠিন সিদ্ধান্ত দুইজনের মধ্যে কাকে বেছে নেবেন? শেষ পর্যন্ত তিনি মন ভাঙার পথ না বেছে এক মণ্ডপে দুই বান্ধবীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই বিশেষ বিয়ে।

বিয়ের পর ওয়াসিম বলেন, “আমরা তিনজনই একে অপরকে ভালোবাসি ও সম্মান করি। বোঝাপড়ার ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

শিফা ও জন্নত জানান, তাঁরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং পরস্পরের সহযোগিতায় সংসার চালাতে চান।

Check Also

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

বহু বছর হল ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *