ছড়িয়ে পড়েছে জায়েদ খানের বিয়ের ছবি, যা জানা গেল

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের।

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন। নানা সময়েই তাকে নিয়ে চর্চা হয়। এমনকি জায়েদ সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল।

সবকিছুর মাঝে হুট করেই নতুন করে আলোচনায় জায়েদ খান, এক কারণে বিয়ে। আর সেই আলোচনা উসকে দিলো ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ছবি। বরের পোশাকে জায়েদ খান। তার পাশে কনের সাজে এক নারী। আবার সেই নারীর মুখ ঢেকে দেয়া। ঠিক এখানেই ঘনালো রহস্য।

সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? কেউ আবার মজা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!

অনেকে এ নিয়ে বিভ্রান্ত। তবে সব গুঞ্জনের বাড়ন্ত আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। মুঠোফোনে জানালেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।

Check Also

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

বহু বছর হল ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *