জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মোশারফ হোসেনের হাতে থাকা মাইক সমাবেশের সময় ছিনিয়ে নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে আয়োজিত গণমিছিল ও সমাবেশের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনের উপস্থিতিতে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত কয়েকজন কর্মী হঠাৎ মাইক ছিনিয়ে নেন। এ সময় জেলা আমির ও জেলা সেক্রেটারির বিরুদ্ধে স্লোগানদেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, কুমিল্লা-৭ আসনের এমপি প্রার্থী মনোনয়নে সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন বলেন, সমাপনী বক্তব্যের সময় দু-একজন কর্মী বাকবিতণ্ডা করেছিল। তারা দলেরই, এবং ঘটনাটি সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। এরা শুধুমাত্র তাদের মতামত জানিয়েছে বরে মন্তব্য করেন তিনি।

Check Also

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *