শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ বলেছেন, বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করা মানুষদের আমি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখি। এদের হাতে অনেক বেশি ক্ষমতা ন্যারেটিভ বানানোর। আজকের এই মুজিবপ্রেমী ‘কালচারাল প্রস্টিটিউটদের’ যে ঠিক ওই উদ্দেশ্যেই মাঠে নামানো হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, ‘এই মুজিবপ্রেমীদের জিজ্ঞেস করলে দেখবেন, ম্যাক্সিমাম স্বাধীনতার ইতিহাসেরই ও কোনোদিন জানার চেষ্টা করেনি, কোনো বই পড়া তো দূরের কথা।
৭ মার্চের ভাষণ বাদে এরা কিছুই জানে না মুক্তিযুদ্ধের ইতিহাসের। কিন্তু তারা একটা কথা জানে মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানাতে হবে।’
তিনি বলেন, ‘আবার কিছুদিন পরই দেখা যাবে এদের অনেকেই কান্নাকাটি করবে এসে যে, আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল তাই বলতে বাধ্য হয়েছি। তাদের কথায় মনে হয়, পরিবার শুধু তাদেরই আছে, আমাদের বা জুলাইয়ের শহীদদের পরিবার বলে কিছু এক্সিস্টই করে না।’
তিনি আরো বলেন, ‘ইভেন গত ১৭ বছরে টুঁ শব্দ না করার কারণ জিজ্ঞেস করলেও উত্তর দেবে, পাবলিক ফিগার হলে রিস্ক বেশি ছিল ব্লাহ ব্লাহ। অথচ, আমাকে আপনাকে চিনবেই সর্বোচ্চ ৫০০ মানুষ, গুম করে দিলে সারা দুনিয়ায় খোঁজ করার মানুষ নেই পরিবারের বাইরে; কিন্তু তাও লাখ লাখ ফ্যান-ফলোয়ার থাকা পাবলিক ফিগারের রিস্ক বেশি। আসলে তারা তো কালচারাল এলিট। এদের কাজ আসলে এই দেশে দুইটা, যত সম্ভব নোংরামি ক্রিয়েট করে তরুণদের ডিস্ট্রাক্টেড রাখা আর ফ্যাসিবাদ শক্তিশালী করার টুল হিসেবে ব্যবহার হওয়া।