খালেদ মহিউদ্দিনকে স্টুপিড বলে ডাকতেন সালমান এফ রহমান: রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, দরবেশ তাকে আদর করে স্টুপিড ডাকতেন ! আবার রাগ হলেও একই নামে ডেকে মনের ঝাল মেটাতেন ! এটা আমরা দেখেছিলাম যেবার সালমানের বিরুদ্ধে করোনার টিকা জালিয়াতির অভিযোগ এলো তখন খালেদ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে সাক্ষাৎকারে ডেকেছিলেন সেই অনুষ্ঠানে।

বুধবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গোলাম মাওলা রনি লেখেন, খালেদের যতগুলো পরিচয় আছে তারমধ্যে সবচেয়ে মশহুর পরিচয় হলো – তিনি দরবেশ নামে কুখ্যাতি পাওয়া সালমান রহমানের কর্মচারী ছিলেন । দরবেশ তাকে আদর করে স্টুপিড ডাকতেন ! আবার রাগ হলেও একই নামে ডেকে মনের ঝাল মেটাতেন ! এটা আমরা দেখেছিলাম যেবার সালমানের বিরুদ্ধে করোনার টিকা জালিয়াতির অভিযোগ এলো তখন খালেদ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে সাক্ষাৎকারে ডেকেছিলেন সেই অনুষ্ঠানে।

সেদিনের অনুষ্ঠানে সহ আলোচক ছিলেন ফরহাদ মাজহার। সালমান বার বার মেজাজ হারাচ্ছিলেন আর স্টুপিড বলে গালি দিচ্ছিলেন। ফরহাদ মাজহার বললেন – আপনি বার বার স্টুপিড বলে কাকে গালি দিচ্ছেন এবং কেন দিচ্ছেন ?

সালমান বললেন – আমি খালিদকে স্টুপিড বলছি এবং খালিদ খুব ভালো জানে – আমি কেন তাকে স্টুপিড বলেছি । সালমানের গালি খেয়ে সেবার খালিদ এতোটা খুশি হয়েছিলেন যা তার চাঁদমুখখানিতে ভরা পূর্ণিমার আভা এনে দিয়েছিলো !

স্টুপিডের সাধারন অর্থ বোকা, বিরক্তিকর, অথর্ব, ব্যাক্তিত্বহীন অথবা ভারসাম্যহীন প্রাণী ! গ্রাম বাংলায় এটাকে সবাই বোকাচোদা, ফাজিল, ছাগল, গাধা, বলদ ইত্যাদি নামে ডাকে ! ইদানিং খালেদের কিছু বক্তব্য, আচরন, অঙ্গ ভঙ্গি, পোশাক ইত্যাদি যথেষ্ট বিতর্ক তৈরী করছে ! অনেকে তাকে নিয়ে কিছু বলার অনুরোধ করেছেন। তাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই – তাই সামান্য দুই কলম লিখলাম !

সূত্র : বার্তা বাজার

Check Also

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *