বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও পৌর পূর্ব থানা শাখার সাবেক সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ আর নেই।
তিনি আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল চল্লিশের কোঠায়।
জানা যায়, মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাতক্ষীরা ডে নাইট কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
মাসুম বিল্লাহর মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ছাত্রনেতা ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরার ইসলামী আন্দোলন সংশ্লিষ্ট মহল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তায়ালা তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন— আমিন।
Bekar Barta