সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী (১৪)। এই ঘটনায় রিংকু রংদী (২১) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে রিংকুকে আটক করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণের অভিযোগে রিংকু রংদীকে আটক করে পুলিশ। রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগংয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার বাসিন্দা ও নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে কয়েক মাস আগে রিংকু রংদীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই সুবাদে গত সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরের বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়।
পরে ওইদিন রিংকু ভুক্তভোগী শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় নিজ বাড়িতে নিয়ে যায় এবং রাতে থাকতে বলে। এতে শিক্ষার্থী রাজি হয়ে রাতের খাবার খেয়ে বন্ধুর বাড়ির এক কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত গভীর হলে রিংকু শিক্ষার্থীর রুমে ঢুকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে।
ওই সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে রিংকু রংদীকে আটক করা হয়। এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি ফোনে তার পরিবারের সদস্যদের জানালে শিক্ষার্থীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
Bekar Barta