এবার বাসা থেকে পালানোর চেষ্টা টঙ্গীর সেই খতিবের, ভিডিও ভাইরাল

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী ফের আলোচনায় এসেছেন। এবার তার বাসা থেকে পালানোর চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী হঠাৎ করে বাসা থেকে দৌড়ে বের হয়ে পালানোর চেষ্টা করছেন। এ সময় পেছন থেকে আরেক ব্যক্তি তাকে ধাওয়া করে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন এবং শেষ পর্যন্ত তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়।

এর আগে মুফতি মিয়াজী ‘অপহরণ নাটক’ সাজানোর অভিযোগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। পঞ্চগড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়ার পর তিনি স্বীকার করেছিলেন যে নিজেই সেখানকার উদ্দেশে গিয়েছিলেন এবং ঘটনার সময় ‘মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না’।

মুফতি মিয়াজী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ মনে হলো, চলতে থাকি কোথায় যাচ্ছি বুঝতে পারছিলাম না। একসময় অটো, তারপর বাসে উঠে পঞ্চগড়ে পৌঁছে যাই।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে দেখি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ লাইনস এগুলো হেঁটে পার হয়ে গেছি। পথে একটি শিকল কুড়িয়ে পেলাম। এরপর হঠাৎ জামা-পায়জামা খুলে ফেলি, ঠাণ্ডায় আর পরতে পারিনি। শেষে গাছের সঙ্গে নিজেই পা শিকল দিয়ে বেঁধে শুয়ে পড়ি। কেন এমন করছিলাম, সেটাও তখন বুঝতে পারিনি।’

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে অজ্ঞান অবস্থায় গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় মুফতি মিয়াজীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গীর স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সাম্প্রতিক এই ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Check Also

নিজ বাড়ির ছাদে মিলল আ’লীগ নেতার র’ক্তাক্ত ম’রদেহ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ তার নিজ বাড়ির ছাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *