জানা গেল দশ মাসে আ.লীগের কত জন নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুযোগ পেলেই রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করছে। এ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরে দলটির প্রায় তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত কতজন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই মুখপাত্র বলেন, চলতি বছরের আজকের দিন পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই মিছিলে যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার বাইরে থেকে অনেকেই এসে এখানে মিছিল করার চেষ্টা করছে, তাদের মূল উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি বলেন, আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারাসহ ইতোপূর্বে ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিল অংশগ্রহণ করছে। এটার পিছনে অনেকে অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনগনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যেকোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থাটা সেটা প্রকাশ করানো। এটা মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং তাদের যে তৎপরতা আছে তারা সক্রিয় রয়েছে সেটা জানান দেওয়া।

অপর এক প্রশ্নের জবাবে ডিসি তালেবুর রহমান বলেন, আমাদের যে গ্রেপ্তার গুলো আছে এর বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিয়ন এবং থানা বা উপজেলা পর্যায়ের নেতা। এতেই প্রতিয়মান হয় যে তারা উদ্দেশ্যমূলকভাবে ঢাকা শহরে এসে ঢাকা মহানগরী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অপচেষ্টার উদ্দেশ্যে তাদের সংগঠিত করছে। যারা কো-অর্ডিনেটর করছে তারাও আমাদের নজরের মধ্যে আছে। আপনারা জানেন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক তৎপরতা আরেকটু বাড়বে এটাই স্বাভাবিক। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না। যেকোনো ধরনের অপতঃপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Check Also

নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।তরুণদের নিয়ে গড়া এই দল পুরোদমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *