মৃত প্রেমিকের শুক্রাণু দিয়ে মা হলেন নারী চিকিৎসক

ইসরাইল–গাজা যুদ্ধের মাঝেই ঘটে গেল চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়। মৃত্যুর মাত্র ২০ মিনিটের মাথায় প্রেমিকের শুক্রাণু উদ্ধার করতে ছুটে যান ইসরাইলি চিকিৎসক ডাঃ হাদাস লেভি। দেড় বছর পর সেই মৃত প্রেমিকের মাত্র ৯টি কার্যকরী শুক্রাণু ব্যবহার করে জন্ম নিল একটি পুত্রসন্তান। বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে এই নজিরবিহীন ঘটনা।

গাজায় সামরিক অভিযানে মারা যান ক্যাপ্টেন নেতানেল সিলবার্গ। খবরটি পান তাঁর হবু স্ত্রী, ইসরাইলি শিশু বিশেষজ্ঞ ডাঃ হাদাস লেভি। শোক সামলানোর সময়টুকুও ছিল না তাঁর হাতে। কারণ পোস্টমর্টেম স্পার্ম রিট্রিভাল (PSR) পদ্ধতি প্রয়োগ করতে গেলে সময় অত্যন্ত কম।

ডাঃ লেভির ভাষায়, “এই শিশুটি আমার প্রতিরোধ, আমাদের বংশ রক্ষার জবাব।” সেই দৃঢ়তা নিয়েই তিনি দৌড় শুরু করেন। দশ ঘণ্টার সংগ্রাম: মৃতদেহ থেকে বাঁচিয়ে আনা হলো মাত্র ৯টি শুক্রাণু

Check Also

বাঁশঝাড় থেকে উদ্ধার হলো ৯ মোটরসাইকেল, ঘটনা কি?

পাবনার ঈশ্বরদীতে একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *