হাসপাতালে জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল

উত্তরপ্রদেশের শামলি জেলার সরকারি হাসপাতালে ডিউটি রুমের ভেতর হবু স্ত্রীর সঙ্গে নাচলেন এক তরুণ চিকিৎসক। জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে নাচের সেই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়। ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

প্রতিবেদন অনুযায়ী, ওই চিকিৎসকের নাম আফকার সিদ্দিকি। সম্প্রতি বাগ্‌দান হয়েছিল তার। সেই আনন্দে হাসপাতালের ডিউটি রুমেই বাগ্‌দত্তাকে সঙ্গে নিয়ে নাচে মাতেন তিনি। ভিডিওতে দেখা যায়, জোরে হিন্দি গান বাজছে, আর সেই সুরে যুগল নাচছেন। নাচতে নাচতে কখনও তিনি মাটিতে শুয়ে ভঙ্গিমা দিচ্ছেন, কখনও আবার জামা খুলে পুরো উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে আফকার সিদ্দিকিকে শোকজ করা হয়। ডিউটি রুমে দায়িত্ব পালনের সময়ে তিনি কেন এমন আচরণ করলেন তার ব্যাখ্যা লিখিতভাবে চাওয়া হয়েছে।

ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও দুই ভাগে বিভক্ত। একাংশ লিখেছেন, সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ। এ ধরনের চিকিৎসকের কারণে রোগীদের ঝুঁকি বাড়ে। অন্যদিকে অনেকেই চিকিৎসককে সমর্থন করে মন্তব্য করেছেন, চিকিৎসকদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। একটু আনন্দ করলে সমস্যা কোথায়?

আরেকজন লিখেছেন, চিকিৎসকও মানুষ। এই আনন্দে দোষ দেখছি না। হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শেষে চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *