কোরআনের আয়াতের অর্থ লিখে হাসনাতের পোস্ট, দিলেন যে বার্তা

সূরা লোকমানের ১৮ নম্বর আয়াতের অর্থ লিখে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে দেওয়া পোস্টে কোরআনের আয়াত দিয়ে শুরু করেন তিনি।

হাসনাত লিখেছেন, ‘তোমরা মানুষকে অবজ্ঞা করে কথা বলো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।’ (সূরা লুকমান, আয়াত ১৮)।

তিনি আরও লিখেছেন, কৃষক, ভবঘুরে, শিক্ষিত-বেকার, আধাবেকার, রেমিটেন্স যোদ্ধা, আমার বাবার মতো রাজমিস্ত্রী, খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান, এবং যারা নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে কখনই মানুষ মনে করে না- এবার তাদের নিয়েই হবে আমার ব্যালট বিপ্লব ইনশাআল্লাহ।

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *