গাজীপুরে ভয়াবহ আগুন, নিজে মাথায় করে মালামাল সরালেন ওসি

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটেছে ‎রোববার (২৩ নভেম্বর)। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন। কোনরকম নিরাপত্তার তোয়াক্কা না করেই তিনি দ্রুত নেমে পড়েন উদ্ধারকাজে। এমনকি নিজে মাথায় করে সরান মালামাল।

আগুনের ভয়াবহতার মধ্যে ওসির এমন মাথায় করে বস্তা বের করার ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‎রোববার (২৩ নভেম্বর) দুপুরের দিকে হঠাৎ কুদাব আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে ওই আগুন লাগে।

আরও পড়ুনঃ ‘প্রশাসন আমাদের কথায় উঠবে’— ভাইরাল সেই বক্তব্যের ব্যাখ্যায় যা বললেন শাহজাহান চৌধুরী
‎ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, আগুনের তীব্রতা দেখে কেউই গোডাউনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না। ঠিক সেসময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা তুলে বের করা শুরু করেন। তার এই দৃশ্য দেখেই সাহস পান আশপাশের মানুষ। তারা দ্রুত উদ্ধারকাজে যোগ দিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়।

‎স্থানীয়রা বলেন, ওসি নিজে যেভাবে আগুনের মধ্যে ঢুকে বস্তা বের করলেন, এটা চোখে না দেখলে বিশ্বাস হতো না। তিনি না থাকলে ক্ষতি অনেক বেশি হতো।

‎ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আমরা পৌঁছানোর আগেই স্থানীয়দের সঙ্গে ওসি ঘটনাস্থলে সক্রিয় ছিলেন। তার উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপ ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

‎প্রত্যক্ষদর্শী পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক বলেন, ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করতেই সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *