পিজি হাসপাতালে অগ্নিকাণ্ড

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ১৪ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এর ৬ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৭টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৩২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে দাউ দাউ করে জলার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির ঘিঞ্জি এলাকা ও ঘটনাস্থলে তীব্র পানির সংকটের কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫শ’ ঘর পুড়ে ছাই হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *