চার মাসের সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পার্শ্ববর্তী কাজি বাড়ি গ্রামের নিলা আক্তারকে বিয়ে করেন তিনি।

সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের ব্যবহৃত মোটরসাইকেল, দুই ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে তার পরকীয়া প্রেমিক রাসেলের সঙ্গে। এঘটনায় এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আবু সাঈদের মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মালেশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া পর ছুটিতে দেশে এসে কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্বামী পরিত্যাক্তা নিলা আক্তারকে (২৮) বিয়ে করেন। পরবর্তীতে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। এর মধ্যে আবু সাঈদ জীবিকার তাগিদে আরও প্রবাসে যান। সম্প্রতি শিশু সন্তানকে নিজের মায়ের কাছে রেখে নিলা তার পরকীয়া প্রেমিক রাসেলের সঙ্গে পালিয়ে যায়।

নিলার মা মাজেদা বলেন, ‘আমাদের কোনো সন্তান ছিল না। নিলা আমাদের পালক সন্তান। এর আগে বিয়ে দিয়েছিলাম সেখান থেকে চলে এসেছে। পরে আবু সাঈদের সঙ্গে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়। পরে শুনতে পারি রাসেলে সঙ্গে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।’

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

সূত্র: আমাদের সময়

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *