অন্তর্বর্তী সরকারের কাজে দেশের কত শতাংশ মানুষ সন্তুষ্ট, জানা গেল জরিপে

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—সম্প্রতি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত এক জাতীয় জরিপে এমন চিত্র উঠে এসেছে।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ–এর এই সমীক্ষায় অংশ নেওয়া ৬৯ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ড. ইউনূস দায়িত্ব পালন করছেন সন্তোষজনকভাবে। একইসঙ্গে ৭০ শতাংশ মত দিয়েছেন যে তাঁরা অন্তর্বর্তী সরকারের কাজকর্মে সন্তুষ্ট।

আইআরআইয়ের এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও মন্তব্য করেন,
“ড. ইউনূসের নেতৃত্বে মানুষ ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তাঁর প্রতি জনগণের এই আস্থা রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহি ও সংস্কারের প্রতি উচ্চ প্রত্যাশার প্রতিফলন।”

জরিপে আরও দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও ভোটারদের উৎসাহ বেশ দৃশ্যমান। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৬ শতাংশ জানান, তাঁরা ভোট দিতে ‘খুবই আগ্রহী’; আর ২৩ শতাংশ বলেন, তাঁরা ‘মোটামুটি আগ্রহী’। সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশ ব্যক্তি বিশ্বাস করেন, নির্বাচন মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।

জোহান্না কাও আরও যোগ করেন,
“বাংলাদেশের নাগরিকদের এই আগ্রহ প্রমাণ করে যে চলমান সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি।”

আইআরআই নিয়মিতভাবে দেশের নীতি, শাসনব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমত যাচাই করে থাকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংস্থাটি দায়িত্বশীল রাজনৈতিক অংশগ্রহণ ও ইস্যুভিত্তিক আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে।

Check Also

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

অভিযোগ নেই এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাও এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *