ভারতের আসাম রাজ্যে মুসলিম ইমামের সময়োচিত জরুরি ঘোষণার ফলে একটি গাড়ি দুর্ঘটনা থেকে সাতজন মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পুকুরে পড়ে গেলে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে দ্রুত সাহায্যের জন্য ডেকেছিলেন ওই ইমাম।
এই ইমামের নাম মাওলানা আবদুল বাসিত। তিনি শ্রীভূমের জামা মসজিদের ইমাম এবং মিরাবারি মাদ্রাসার শিক্ষক।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোরে আসামের শ্রীভূম জেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। গাড়ির ধাক্কার শব্দ শুনে ইমাম আবদুল বাসিত দ্রুত মসজিদের মাইক্রোফোন ব্যবহার করেন এবং গ্রামবাসীকে জরুরি অবস্থার কথা জানিয়ে সাহায্য চান।
ইমামের ঘোষণার পর মুহূর্তের মধ্যে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে যান এবং গাড়ির সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। গ্রামবাসীর সহায়তায় গাড়ির ভেতরে থাকা সাতজনের জীবন বাঁচানো সম্ভব হয়। দুর্ঘটনার সময় গাড়ির সব জানালা বন্ধ ছিল এবং যাত্রীরা বেশিরভাগই ঘুমিয়ে ছিলেন।
উপস্থিত গ্রামবাসীর এই তৎপরতা প্রমাণ করল যে, দুর্যোগের সময় সমন্বিত সামাজিক উদ্যোগ কীভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারে।
Bekar Barta