আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন পেয়েছেন নাসির হোসেন চোধুরী। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনির।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে এ শুভেচ্ছা জানান শিশির মনির।
শিশির মনির লেখেন- অভিনন্দন নাসির হোসেন চোধুরী। সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)।
জানা গেছে, নাসির হোসেন চোধুরী ১৯৯৬ সালে সুরঞ্জিত সেন গুপ্তকে পরাজিত করেছেন সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে দুইবার দিরাই উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতেন নাসির হোসেন। এছাড়া এমসি কলেজে ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া আইয়ুব খানের বিরুদ্ধে জুতা ছুঁড়ে মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬ আসনে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ পর্যন্ত বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন।
Bekar Barta