মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ

চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে মৌমাছির বিষে থাকা শক্তিশালী যৌগ মেলিটিন মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। আরও বিস্ময়ের বিষয় এই বিষ কেবল ক্যানসার কোষকেই আক্রমণ করে। কিন্তু আশেপাশের সুস্থ কোষ অক্ষত থাকে।

গবেষকদের মতে, মেলিটিন কয়েক মিনিটের মধ্যেই ক্যানসার কোষের ঝিল্লিতে প্রবেশ করে তা ভেঙে দেয়, ফলে কোষগুলো দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রচলিত কেমোথেরাপিতে যেখানে সুস্থ টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়, সেখানে মেলিটিন নির্দিষ্টভাবে শুধু আক্রান্ত কোষের ওপরই কাজ করে যা লক্ষ্যভিত্তিক চিকিৎসা উদ্ভাবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

পরীক্ষায় দেখা গেছে, এই যৌগটি বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের ক্ষেত্রেও কার্যকর, এমনকি যেসব আগ্রাসী ক্যানসার প্রচলিত চিকিৎসায় প্রতিরোধী সেগুলোর বিরুদ্ধেও এর সমান কার্যকারিতা রয়েছে।

বর্তমানে গবেষকরা কৃত্রিম মেলিটিন তৈরি করে তা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় ব্যবহারের ওপর কাজ করছেন। ফলে প্রকৃতির ভেতরে লুকিয়ে থাকা চিকিৎসাশক্তিকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে একীভূত করার পথ আরও উন্মুক্ত হচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, সাধারণত যাকে ভয় পেয়ে মানুষ দূরে থাকে, সেই ক্ষুদ্র মৌমাছির দংশনই ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে। এই আবিষ্কার দেখিয়ে দিচ্ছে প্রকৃতি থেকেই মানবজাতির বড় বড় রোগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *