কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেকে চান না ২৮ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

জরিপে অর্ধেকের বেশি নাগরিকের মত, আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান তারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কী? এমন প্রশ্নে উত্তরে ২৭ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন—বিনা শর্তেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। ২৬ শতাংশের মতে, শাস্তি ও প্রয়োজনীয় সংস্কারের পর তাদের অংশগ্রহণের সুযোগ মিলতে পারে। আর ১৪ দশমিক ৮ শতাংশের ধারণা, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেই আওয়ামী লীগকে ভোটে ফেরানো যেতে পারে।

এ ছাড়া মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন—শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। আর শূন্য দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন, আগে বিচার করা হোক তারপর দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ মিলুক। এদিকে, ১ শতাংশ মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

সব মিলিয়ে হিসাব করলে দেখা যায়—শর্তহীনভাবে বা শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬৯ দশমিক ২ শতাংশ মানুষ। আর ২ দশমিক ৬ শতাংশ মানুষ, এ বিষয়ে তারা নিশ্চিত নন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন ছিলেন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১-২৮ অক্টোবর।

জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র : কালবেলা

Check Also

নির্বাচনে হেরে যা বললেন ছাত্রদলের ভিপিপ্রার্থী রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *