এবার ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের সকল নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে হল সংসদ জানায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হলের ছাত্র প্রতিনিধিরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।

এই অন্যায়ের প্রতিবাদ হিসেবেই হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ম্যাচ টিভিতে দেখানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হল সংসদ তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছে। তারা মনে করে, ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত কি না—সেটি এখনই পুনঃবিবেচনা করার সময় এসেছে।

মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Check Also

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। তাই বর্তমান পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *