হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না

এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক ও ঢাকা ১১ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল হাসিনা আমলের মত ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না বলে মন্তব্য করেছেন।

রবিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ কথা লিখেন।

দিলশানা পারুল তার সহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে লিখেন, তৈবুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা। উত্তরা থেকে ডিবি পুলিশ তৈবুর কে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈবুরের কোন খোঁজ আমরা পাচ্ছি না।

তিনি আরও লিখেন, আমার ঢাকা ১৯ নমিনেশন সাবমিশন এর সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়। অনতি বিলম্বে তৈবুর কে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে জানতে দিতে হবে।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *