‘কয়েদির মতো পোশাকে’ মার্কিন আদালতে মাদুরো!

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল কোর্টহাউসে স্থানান্তর করেছে মার্কিন কর্তৃপক্ষ।আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মার্কিন জেলা জজ অ্যালভিন কে. হেলারস্টেইনের সামনে হাজির হওয়ার কথা রয়েছে মাদুরোর।

এদিকে বিবিসি জানিয়েছে, মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নেয়া হয়েছে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে, যিনি তার স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কয়েকজন এজেন্ট ছিলেন মাদুরো এবং তার স্ত্রীর পাহারায়।

বিবিসি বলছে, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরো ও তার স্ত্রীকে কয়েদির মতো পোশাকে দেখা গেছে।

এসময় মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাটতে দেখা গেছে বলেও জানিয়েছে বিবিসি।

Check Also

হঠাৎ ভারতের চিকেন নেকে সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক

সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, চিকেন নেকের কাছাকছি চীনের উপস্থিতির আশঙ্কা এবং দিল্লির লালকেল্লার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *