স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল, যা জানা গেল

দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করলেন গোপালগঞ্জের সাইফুল ইসলাম (৪৫)।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে ব্যতিক্রমী এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে সাইফুলের ১২ বছরের সংসার ছিল। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে সাইফুল আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ১০ বছরের ছেলে মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাইফুলের দাবি, গত ১২ বছর তারা বাবা-ছেলে ভীষণ কষ্টে দিন কাটিয়েছেন। নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আট মাস আগে স্ত্রীর চাপে স্ত্রী-সন্তান নিয়ে মা-বাবার কাছ থেকে আলাদা হয়ে যাই। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। স্ত্রীকে তালাক দিয়ে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে তারা দুধ দিয়ে গোসল করেছেন।

এ ব্যাপারে স্ত্রী রোজিনা বেগম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Check Also

নারী কনস্টেবলকে ৮ বছর ধরে গণধর্ষণ ৩ পুলিশ সহকর্মীর

রাজস্থানের চুরু জেলায় এক নারী পুলিশ কনস্টেবলকে গত আট বছর ধরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *