জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৬ টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা নাগাদ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ফার্মেসী বিভাগ, সিএসই বিভাগ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।
ভিপি পদে ৬ টি কেন্দ্রের ৫ টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান প্যানেলের’ রিয়াজুল ইসলাম। ৬ কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।
জিএস পদে ৬ কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২৭৭ ভোট।
এজিএস পদে ৫ কেন্দ্রে এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ৪৭২ ভোট।
ভূগোল ও পরিবেশ বিভাগে, ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৯১ ভোট, স্বতন্ত্র রাকিব হাসান ১০ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৪৫ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৩৯ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ৮৫ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ১২ ভোট পেয়েছেন।
নৃ-বিজ্ঞান বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ১১৮ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের কিশোয়ার সাম্য ১৭ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৭৩ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৪৬ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ১২৬ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ২৭ ভোট পেয়েছেন।
লোকপ্রশাসন বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ১৩২ ভোট, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের কিশোয়ার সাম্য ১৭ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৬২ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ৫৯ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ১০৬ ভোট, গণতান্ত্রিক ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ২৫ ভোট পেয়েছেন।
ফার্মেসী বিভাগ কেন্দ্রে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫৩ ভোট, স্বতন্ত্র রাকিব হাসান পেয়েছেন ৩ ভোট।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২৬ ভোট, মাওলানা ভাসানী বিগ্রেডের ইভান তাহসিভ ১৩ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ৪৫ ভোট, গণতান্ত্রিক ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের শাহীন মিয়া ১০ ভোট পেয়েছেন।
সিএসই বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৯৪ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ৫৩ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ৮০ ভোট পেয়েছেন।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৩৯ ভোট পেয়েছেন।
এই বিভাগে জিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ১৮ ভোট পেয়েছেন।
এই বিভাগে এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এবিএম তানজিল ৩০ ভোট পেয়েছেন।
গতকাল যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।
Bekar Barta