সামনে এলো শহিদ হাদিকে হত্যার লোমহর্ষক কারণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে ১৭ জনের নাম রয়েছে, এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের পলাতক রাখা হয়েছে।

ডিবি প্রধান ফয়সাল করিম মাসুদের ভিডিওবার্তা প্রসঙ্গেও বলেন, ভিডিওবার্তা দিলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।

ঘটনা ঘটে ১২ ডিসেম্বর, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হয়েছে; ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থা অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিন দিন পর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়। হত্যাচেষ্টার অভিযোগে ১৪ ডিসেম্বর ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর এই মামলা হত্যা মামলায় রূপ নেয়।

Check Also

যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ

গত সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *